টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার মির্জাপুর উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাদ্রাসা ছাত্র গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মির্জাপুর উত্তর পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়া গ্রামে অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি পিকআপের চাপায় গুরত্বর আহত হয় মাদরাসা ছাত্র সিয়াম। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম মারা যায়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :