রাজধানীর মিরপুর শাহআলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইলমা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে শাহআলী ২নম্বর রোডের ইব্লকে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন খান জানান, মিরপুর শাহআলী ২ নম্বর রোডের ইব্লকে শিশুটির বাসা। বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল শিশুটি। সেখানে একটি কাভার্ডভ্যান মালামাল ডেলিভারি দিয়ে পেছনের দিকে নিচ্ছিল। এসময় দাঁড়িয়ে থাকা শিশুটিকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :