আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপিত হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আজ ১৭ মার্চ গুইমারা সরকারী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়। কলেজের আয়োজন করা হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য এবং কবিতা আবৃত্তি, শিক্ষকদের আলোচনা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা ছাড়াও আলোচনাপর্বে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে গঠনমূলক বক্তৃতা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মোহাম্মদ শামীম উদ্দিন, শরীরচর্চা বিষয়ের প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌরনীতি ও সুশাসন প্রভাষক শফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :