বাসাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


টাঙ্গাইল সংবাদদাতা প্রকাশের সময় : ০৭/০৫/২০২৪, ৭:৩৪ PM
বাসাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ শাহরুখ খান।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খান।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আল-আমিন ইসলাম, জশিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, কেবিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামছুল জামান স্বপন, এইসটিএবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, কাঞ্চনপুর কেজিএআরকে উচ্চ বিদ্যালয়ের রিপা তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, বাসাইল রিপোর্টাস ইউনিটির কার্যকরী পরিষদের সদস্য সহদেব সূত্রধর সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে পক্ষে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ পূর্ব পৌলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে বিজয়ী হিসেবে বিচারকগণ পূর্ব পৌলী উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করেন। শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ উপকরণ বিতরণ করা হয়।