যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিশু


চৌহালী সংবাদদাতা প্রকাশের সময় : ১৬/০৬/২০২৪, ৩:৪৪ AM
যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিশু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৯ বছর বয়সী শিশু নাজিফা।

শনিবার(১৫ জুন) দুপুরে চৌহালী উপজেলার জোতপাড়া নদীর খেয়া ঘাট সংলগ্ন পাড়ে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু নাজিফা উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নাছির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নাজিফা ও তাঁর সমবয়সী অরেক এক চাচাতো বোনের সাথে যমুনা নদীতে গোসল করতে যায়। কিন্তু হঠাৎ করেই পানিতে তলিয়ে যায় নাজিফা (৯)।পরে খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালায় নাজিফার স্বজনেরা ও এলাকাবাসী।অনেক খোঁজাখুঁজির পরও নাজিফা এর সন্ধান না পাওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শ্যামল কুমার দত্ত জানান, খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

মো: আসাদুল্লাহ 

চৌহালী, সিরাজগঞ্জ