ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রজেক্ট “মেহেদীর রঙে আমাদের ঈদ” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) সকাল দশটায় টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে শিশুদের নিয়ে প্রজেক্ট মেহেদীর রঙে আমাদের ঈদ সিজন ২ অনুষ্ঠিত হয়।
ইভেন্টে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরা ৩০ জন ছিন্নমূল শিশুকে হাতে মেহেদি দিয়ে বিভিন্ন ধরনের নকশা আঁকিয়ে দেয় ও শিশুদের চকলেট প্রদান করা হয়।
মেহেদী উৎসবে অংশ নেয়া সেচ্ছাসেবীরা জানান , ঈদে সাধারণত ছোট ভাই-বোনদের হাতে মেহেদী দিয়ে থাকি।তবে এবার সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীতে রাঙিয়ে দিতে পেরে আরও বেশি ভালো লাগছে।
ইভেন্ট মেহেদীর রঙে আমাদের ঈদ প্রজেক্টে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের টাঙ্গাইল জেলার সভাপতি এস এম সালমান, সাধারণ সম্পাদক আকিবুর রহনান প্রহর,কোষাধ্যক্ষ রাকিবুল হাসান রাজু, ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আখিরুল ইল্লিন, ইভেন্ট এর লিডার মাহফুজা জামান মুন প্রমুখ সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :