কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা


কুড়িগ্রাম সংবাদদাতা প্রকাশের সময় : ১৮/০৬/২০২৪, ৮:৫৯ PM
কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

কুড়িগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মেলার আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ জুন) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার গোল চত্বর মাঠে মাশব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

মেলায় খাবার ও তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের পশসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলা, স্লিপার,খেলনা ট্রেনসহ নানা ব্যবস্থা রয়েছে। কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এই মেলা ১৪ জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে।

মুজাহিদ ইসলাম জয়
কুড়িগ্রাম সদর