সিরাজগঞ্জের চৌহালীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ) জুন সকালে উমারপুর ইউনিয়নের ১১৩ নং মধ্যেশিমুলিয়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে হাপানিয়া যুব সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও মুন্সী কাদের এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ১১৩ নং মধ্যেশিমুলিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা মোছাঃ পিয়ারী খাতুন, সার্জেন্ট মো: আবুল খায়ের, মারকাযুল কোরআন শায়েখ যাকারিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মজিবুর রহমান, সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেচ্ছাসেবীরা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।পরবর্তীতেও এ রকম সেচ্ছাসেবী কাজের সাথে তরুণদের অগ্রগামী ভূমিকা থাকবে বলেও উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া সংগঠনের সভাপতি বলেন, আমাদের এই সংগঠন আগেও শিশুদের সেবায় নিয়োজিত ছিলেন। এখনো আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে হাপানিয়া যুব সংঘ যথাসম্ভব দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।পরিশেষে শিশুদের হাতে খাদ্য সামগ্রী হিসেবে কেক বিতরণ করা হয়।
মো: আসাদুল্লাহ
চৌহালী, সিরাজগঞ্জ
আপনার মতামত লিখুন :