শান্তিগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মরিয়ম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে।
সোমবার (২৪ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পারাপারের চেষ্টা করছিলো মরিয়ম। এ সময় সুনামগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে মরিয়ম ঘটনাস্থলেই নিহত হয়। মরিয়মকে ধাক্কা দেওয়ার পর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম মরিয়মের লাশ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ট্রাকের ধাক্কায় একটি শিশু মারা গেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো.রাকিব হাসান হৃদয়
সুনামগঞ্জ
আপনার মতামত লিখুন :