সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


সুনামগঞ্জ সংবাদদাতা প্রকাশের সময় : ০১/০৭/২০২৪, ৮:১৫ PM
সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তাহমিদ (৭) সে জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আজিম শাহ ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে শিশু তাহমিদ বাড়ির পাশে নোয়াগাঁও গ্রামের পিয়াইন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করে না পাওয়ায় সুনামগঞ্জ ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করেন। আজ বিকেলে সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৫টার দিকে নদী থেকেই শিশু তাহমিদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আখতারুজ্জামান তালুকদার জানান, গোসল করতে নেমে শিশুটি পানিতে ডুবে মারা যায়। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো.রাকিব হাসান হৃদয় 

সুনামগঞ্জ