বাবার মারধরে ৮ বছরের ছেলের মৃত্যু


শিশুবার্তা প্রতিবেদক প্রকাশের সময় : ০৪/০৭/২০২৪, ৭:৫৩ PM
বাবার মারধরে ৮ বছরের ছেলের মৃত্যু

রাজধানীর মিরপুরে বাবার মারধরে জুবায়ের (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা সেলিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে শিশুটিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নরসিংদী সদর উপজেলার বাসিন্দা সেলিম মিয়া। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় মিরপুর ১১ নম্বর সেকশন পলাশ নগর এলাকায় ছেলে জুবায়েরকে নিয়ে বসবাস করে আসছেন তিনি। বুধবার (৪ জুলাই) দিবাগত রাতে সেলিম ছেলেকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়ে জুবায়ের।

ওসি আরও জানান, চিকিৎসার জন্য রাতে ছেলেকে কোথাও নেননি সেলিম। তবে প্রতিবেশীদের চাপের মুখে সন্তানকে আজ সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায় শিশুটি।

দুপুর ১২টার দিকে জুবায়েরের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।