ঘাটাইলে শিশু বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


টাঙ্গাইল সংবাদদাতা প্রকাশের সময় : ০৬/০৭/২০২৪, ৭:৩৫ PM
ঘাটাইলে শিশু বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইলে গণিত অলিম্পিয়াড ও  শিশু বৃত্তি ২০২৩ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই ) সকাল ১১ টায় ঘাটাইল কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা ।

ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, ঘাটাইল পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জীবুন নিছা প্রমুখ।

আলোচক ছিলেন অ্যাম্বিশন মডেল স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য। অনুষ্ঠান পরিচালনা করেন, ঘাটাইল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ও মুরাইদ রয়েল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান ।