সিরাজগঞ্জে নৌকা ডুবে কিশোরের মৃত্যু


সিরাজগঞ্জ সংবাদদাতা প্রকাশের সময় : ০৬/০৭/২০২৪, ১০:৫৬ PM
সিরাজগঞ্জে নৌকা ডুবে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীর পোতাজিয়া এলাকায় নৌকায ডুবির ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার( ৬ জুলাই) বেলা ১২ দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া রেশমবাড়ী এলাকায় বড়াল নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাদপুরের পৌর এলাকার দাড়িয়াপুর মহল্লার শাহ্ আলমের ছেলে সজল (১৬) ও একই এলাকার তৌহিদ আলম এর ছেলে তন্ময় (১৮)।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন লিডার খোরশেদ আলম জানান জানান,একটি নৌকায় ৯ বন্ধু মিলে নদীতে ঘুরতে গিয়েছিলো। এক পর্যায়ে প্রবল স্রোতের কারণে নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকায় থাকা ৭ জন সাঁতরিয়ে তীরে আসলেও ডুবে যাওয়া ২ জনের মরদেহ কিছুক্ষণ পর ভেসে ওঠে । তিনি আরো জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।

মোঃ আসাদুল্লাহ
সিরাজগঞ্জ