সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীর পোতাজিয়া এলাকায় নৌকায ডুবির ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার( ৬ জুলাই) বেলা ১২ দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া রেশমবাড়ী এলাকায় বড়াল নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহজাদপুরের পৌর এলাকার দাড়িয়াপুর মহল্লার শাহ্ আলমের ছেলে সজল (১৬) ও একই এলাকার তৌহিদ আলম এর ছেলে তন্ময় (১৮)।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর ফায়ার সার্ভিস এর স্টেশন লিডার খোরশেদ আলম জানান জানান,একটি নৌকায় ৯ বন্ধু মিলে নদীতে ঘুরতে গিয়েছিলো। এক পর্যায়ে প্রবল স্রোতের কারণে নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকায় থাকা ৭ জন সাঁতরিয়ে তীরে আসলেও ডুবে যাওয়া ২ জনের মরদেহ কিছুক্ষণ পর ভেসে ওঠে । তিনি আরো জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।
মোঃ আসাদুল্লাহ
সিরাজগঞ্জ
আপনার মতামত লিখুন :