গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে শিশুর মৃত্যু


নেত্রকোনা সংবাদদাতা প্রকাশের সময় : ০৬/০৭/২০২৪, ১১:৩১ PM
গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আবু সুফিয়ান একই গ্রামের মো. সম্রাট ও শান্তা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

ঘটনা সূত্রে জানা যায় , গতকাল শুক্রবার বিকেলে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল সুফিয়ান। এ সময় রান্নাঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে সুফিয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন লোকজন। পরে সন্ধ্যার দিকে বসতবাড়ির পাশের গর্তে (মাটি কেটে করা) জমে থাকা বৃষ্টির পানিতে সুফিয়ানের ভাসমান দেহ দেখতে পান স্বজনেরা। সেখান থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সুফিয়ানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়ত্রী দেবনাথ বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে রাতেই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান,ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।