সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(৮ জুলাই) দুপুরে ৪-৫ জন শিশু মিলে কাটাখালি নদের বাহিরগোলা এলাকায় গোসলে নামে। তখন এক শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার লাশ উদ্ধার করে। বিষয়টি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান নিশ্চিত করেন।
অন্যদিকে, সোমবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের যমুনা নদীতে ডুবে যায় এক শিশু। দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।
এর আগে রোববার রাতে বাড়ির পাশে বন্যার পানি থেকে আরেক শিশুর লাশ উদ্ধার করেন স্বজনরা।
নিহতরা হল- সিরাজগঞ্জ শহরের ব্যাপারীপাড়া মহল্লার সেলিম রেজার ছেলে রোমান (১৩), চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের বায়জিদের ছেলে কাউছার (৩) এবং একই উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে মাহিম হোসেন (৫)।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, নিহত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
মো: আসাদুল্লাহ
সিরাজগঞ্জ
আপনার মতামত লিখুন :