সিরাজগঞ্জের কাজিপুরে পানিতে ডুবে এলিজা আক্তার ইকরা নামে এক মেয়ের মৃত্যু হয়েছে।
নিহত ইকরা উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চরপানাগাড়ি গ্রামের একরামুল হকের মেয়ে ও কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এলিজা আক্তার ইকরার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে স্হানীয় ইউপি সদস্য আব্দুল মোন্নাফ বলেন,” ইকরা বিকেলের দিকে ফুফুর সাথে চাচার বাড়িতে যায় দাদাকে দেখতে। চাচার বাড়ির সামনে থাকা ডোবায় বন্যার পানিতে গোসল করার বায়না ধরে ফুফুর সথে। ফুফু ইকরাকে গোসল শেষ করে বাড়ির ভিতরে যাওয়ার কথা বলে চলে যায়।
এদিকে অনেক সময় পেরিয়ে গেলেও ইকরা বাড়ির ভিতরে না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। ইকরাকে ডোবার পানিতে গোসল করতে না দেখে এ বাড়ি ও বাড়ি খুঁজতে থাকে স্বজনরা।
খোঁজাখুজির এক পর্যায়ে ডোবায় নেমে খুঁজতে থাকে ইকরাকে।ডোবায় পাটের স্তুপের নিচে পা দিয়ে নাড়া দিলে কিছু একটা পায়ের সাথে লাগে,লোকজন পাটের স্তুুপ সরালে ভেসে উঠে ইকরা।
স্বজনারা পানি থেকে তুলে স্হানীয় ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এদিকে ইকরার মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।
আপনার মতামত লিখুন :