কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে শিশু বিষয়ক সংগঠন ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি(ওয়াইসিএস)।৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবসকে সামনে রেখে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এই আয়োজন করা হয়।
শনিবার(৭ডিসেম্বর)বিকাল তিনটার সময় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শুরু হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক সকালের কাগজের স্টাফ রিপোর্টার রেজওয়ানুল হক নুরনবী ও ও দৈনিক সকালের কাগজের সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান খন্দকার। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম জয়।
আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি পরিচালনা করে ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কুড়িগ্রাম জেলার সেচ্ছাসেবীরা।
আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ১ম,২য় ও ৩য় স্হান অধিকারিদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
মুজাহিদ ইসলাম জয়
কুড়িগ্রাম
আপনার মতামত লিখুন :