শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধের দাবিতে সিরাজগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)।
রোববার (১৬ মার্চ) সকালে এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কমিটির শিশুরা পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের কাছে স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা বাড়ছে, যা শিশুদের জন্য ভয়ংকর ও অনিরাপদ পরিস্থিতি তৈরি করছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিশুদের আশ্বস্ত করে বলেন, প্রশাসন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :