অবশেষে মায়ের কোলে ফিরল সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের শিকার ৮ মাসের ছোট্ট দিঘী মনি। একইসঙ্গে পুলিশের পৃথক অভিযানে এই অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান।
পুলিশ জানায়, গেল ৩০ মার্চ দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জের রনতিথা গ্রামের মো. বাদশা মিয়ার ভাড়া বাসা থেকে শিশুটির মাকে অচেতন পূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায় দুরবৃত্তরা। পরে শিশুটিকে অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়া হয়। পরে অপহৃত শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই অপহরণ মামলার ঘটনা তদন্ত ও ভিকটিম শিশুকে উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানে এক পর্যায়ে রংপুর থেকে অপহরণকারী মো. কালাম শেখ (৪০) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের অভিযানিক দল। পরে তার জবানবন্দির প্রেক্ষিতে রায়গঞ্জ থেকে মো. হারুন অর রশিদ (৪৪) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশু দিঘী মনিকে যশোর জেলার কোতয়ালী থানাধীন তালবাড়িয়া এলাকার মো. সামিউল ইসলাম (৪২) এর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পরে শিশু দিঘী মনিকে তাহার প্রকৃত অভিভাবক (মামলার বাদী) মোছা. মরিয়ম খাতুনের (২৮) নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় আইনানুগভাবে হস্তান্তর করা হয়।
শিশুবার্তা/ইইঅ/সিই
আপনার মতামত লিখুন :