এনসিটিএফ সিরাজগঞ্জের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ২৬/০৪/২০২৫, ৪:০১ PM
এনসিটিএফ সিরাজগঞ্জের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জান্নাতুল শিফা সভাপতি, সিফাত সা. সম্পাদক ও অনিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে শহরের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী এই কর্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে জান্নাতুল শিফা, সহ-সভাপতি ইয়ামিন হাসান তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সিফাত হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিয়া আজাদ তিশা, সাংগঠনিক সম্পাদক আজিম মোহাম্মদ নূর (অনিক) নির্বাচিত হন। এছাড়া শিশু গবেষক পদে মোছা. দানিয়া খাতুন ও লোহানী চাকলাদার, শিশু সাংবাদিক পদে মো. রাব্বি ও প্রিয়ন্তী সরকার এবং চাইল্ড পার্লামেন্ট সদস্য হিসেবে মো. সানজিদ ইসলাম সিফাত ও ছাদিয়া আফরিন নির্বাচিত হয়েছেন।

এর আগে এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জান্নাতুল শিফার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত দুই বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. তাহসান আহমেদ।

দিনভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ সিরাজগঞ্জের উপদেষ্টা সদস্য ও সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক দ্বীন মোহাম্মদ সাব্বির এবং সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নন্দিতা দাস ও জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ে সহকারি শিক্ষক সংকর কুমার।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদ্য বিদায়ী কমিটির নেত্রীবৃন্দ ও জেলা ভলান্টিয়ার নাজমুল হাসান এবং বৃষ্টি খাতুন।