অটোরিকশা চাপায় শিশু নিহত
Admin
প্রকাশের সময় : ০৯/০৯/২০২২, ৩:৫৩ PM
আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মারিয়া নামের ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর সিরাজগঞ্জের উল্লাপাড়া শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত মারিয়া একই উপজেলা উধুনিয়া ইউনিয়নের খাড়ুয়া গ্রামের আব্দুল মালকের মেয়ে। শিশুটি তার পরিবারের সাথে কৃষ্টপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষ্টপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা শিশুটি দুপুরের দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে চাপ দিয়ে টেনে ছেঁচড়ে কয়েক ফুট নিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (দায়িত্বরত কর্মকর্তা) আশরাফী বেগম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Post Views:
215
আপনার মতামত লিখুন :