টাঙ্গাইলে স্কুলপড়ুয়া ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার


টাঙ্গাইল সংবাদদাতা প্রকাশের সময় : ০২/০৩/২০২৩, ১০:১৪ PM
টাঙ্গাইলে স্কুলপড়ুয়া ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তার পাশ থেকে গলাকাটা অবস্থায় জাহিদ (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১ মার্চ) রাতে উপজেলার ভূঞাপুর-গোপালপুর সড়কের পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বলরামপুর গ্রামের সুজন মিয়ার ছেলে এবং ৭ম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, জাহিদ সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় জাহিদ বাবার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হয়। পরে খবর আসে পাঁচটিকড়ি এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি।

লোকেড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।