সিরাজগঞ্জে শিশুদের শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পোটল ছোনগাছা গ্রামের আরিফা মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির পক্ষ থেকে শিশুদের এই উপহার দেওয়া হয় বলে জানা গেছে।
সাংসদ তানভির শাকিল জয়ের পক্ষ থেকে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান শিপন শিক্ষার্থীদের এই শিক্ষা সমাগ্রী উপহার বিতারন করা হয়।
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা উপহার হাতে পেয়ে আনন্দ হিল্লোলে মেতে ওঠে।
সি/এ
আপনার মতামত লিখুন :