সিরাজগঞ্জে শিশু অধিকার লঙ্ঘন প্রতিরোধে ডিসি বরাবর এনসিটিএফের স্মারক


সিরাজগঞ্জ সংবাদদাতা প্রকাশের সময় : ১০/১০/২০২২, ৯:২৬ PM
সিরাজগঞ্জে শিশু অধিকার লঙ্ঘন প্রতিরোধে ডিসি বরাবর এনসিটিএফের স্মারক

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার সকল প্রকার শিশু নির্যাতন সহ শিশু অধিকার লঙ্ঘন প্রতিরোধ এর জন্য, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ ও সিরাজগঞ্জ’কে শিশুবান্ধব জেলা ঘোষণার দাবি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রধান করা হয়।

সোমবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় এ স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ সিরাজগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সম্প্রতি আমাদের জেলায় বিভিন্ন এলাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিশু হত্যা, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন।

স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত ১২ মাসে ৮ জন শিশু হত্যাকান্ডের শিকার হয়েছে, যার মধ্যে চলতি বছরের প্রথম আটমাসেই ৮ জন শিশুকে হত্যা করা হয়েছে।

ধর্ষণের শিকার হয়েছে ৫ জন শিশু, ধর্ষণের চেষ্টা হয়েছে ১ জন শিশুর উপর, ৫ জন শিশু বিভিন্নভাবে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। পত্র-পত্রিকা খুললেই শিশু হত্যা, নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতার খবর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এসব হত্যা, নির্যাতনের খবর দেখে আমরা শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছি। গত ১২ মাসের মধ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে চুরি করতে গিয়ে মা-সহ ২ শিশু হত্যা, উল্লাপাড়ায় বাবার হাতে মেয়ে খুন, সলঙ্গায় বাবা কর্তৃক আছাড় মেরে তিন মাসের শিশু হত্যা, রায়গঞ্জে নিখোঁজের ৬ দিন পর শিশু অর্ধগলিত লাশ উদ্ধার, সদরে ৭ বছরে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ, বৃদ্ধ কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, তাড়াশে কিশোরীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ, রায়গঞ্জে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, সিরাজগঞ্জ শহরে শিশু গৃহকর্মীকে নির্যাতন, কামারখন্দে কিশোরগ্যাং কর্তৃক শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রকে হাতুড়ি পেটা, নির্বাচনী সংঘাতে শিশুর মৃত্যুসহ সড়ক দুর্ঘটনায় ৪ শিশু মৃত্যু ও একজন আহত হওয়ায় খবর প্রকাশিত হয়েছে।২০২২ সালের প্রথম ৯ মাসের শিশু অধিকার পরিস্থিতি, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা ২০২১ সালের তুলনায় অনেক বেশি।এ ছাড়াও সারা দেশে কিরোশ বয়সে মাদকাসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে উঠতি বয়সের কিশোররা। এসব মাদকাশক্তির জন্য কিশোর গ্যাং, চাদাবাজি,চুরি-ছিনতাই সহ কিশোর তরুণরা জড়িয়ে যাচ্ছে।

শিশু অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে আমরা ইতিমধ্যে ২০ টি চাইল্ড পার্লামেন্ট অধিবেশন করেছি যেখানে দেশের নীতিনির্ধারকদের মধ্যে মন্ত্রী পরিষদের মন্ত্রীগণও উপস্থিত ছিলেন যেখানে শিশুদের সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছে।

স্মারক প্রদানকালে উপস্থিতি ছিলেন এনসিটিএফ সিরাজগঞ্জ জেলার সভাপতি আসাদুজ্জামান নাদিম, প্রিয়ঙ্কা ভদ্র, আবু বক্কর সিদ্দিক, প্রারম্ভা কাফি, সাকিব,রাকিব, শাকিব, ইমরান ও ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।