চবিতে ঝর্ণার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ১৬/১০/২০২২, ৬:৫০ PM
চবিতে ঝর্ণার পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলা অনুষদের পেছনের ঝর্ণায় গোসল করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার ( ১৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থী-রাকিবুল রশীদ জিসান (১৭) রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার গ্রামের বাড়ি কক্সবাজার৷ চট্টগ্রাম চকবাজারে ভাড়া বাসায় থাকেন। তাৎক্ষণিক তার বাবার নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উদ্ধার করা ছেলে এসএসসি পরীক্ষার্থী। প্রায় একঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। সে রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

চবি মেডিকেল সেন্টারের অফিসার (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব বলেন, উদ্ধার হওয়া ছেলেটি মেডিকেলে মৃত অবস্থায় আনা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, এই ঝর্ণায় এর আগেও কয়েকজনের মৃত্যু হয়েছে। ঝর্ণাটি ঝুঁকিপূর্ণ। ঝর্ণায় প্রবেশপথে সাবধান করে সাইনবোর্ড লাগানো আছে। ছেলেটির বাবাকে লাশ নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।