সিরাজগঞ্জে গার্লস টেকওভার অনুষ্ঠিত


মো: আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ: প্রকাশের সময় : ২৫/১০/২০২২, ১২:৪৫ AM
সিরাজগঞ্জে গার্লস টেকওভার অনুষ্ঠিত
বিশ্ব কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জের আয়োজনে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (রবিবার) বেলা ২ টায় সিরাজগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে উক্ত কর্মসূচী পালিত হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) প্রারম্ভা কাফিকে এক ঘন্টার জন্য সিরাজগঞ্জ পৌর মেয়রের প্রতীকি দায়িত্ব পালন করে। এসময় প্রারম্ভার পাশে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
প্রতীকি মেয়র প্রারম্ভা কাফি বলেন, “সিরাজগঞ্জকে নারী ও শিশু বান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো। সিরাজগঞ্জ পৌরসভা থেকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু অধিকার পরিপন্থী সমস্যার সমাধান করব। এসময় তিনি সিরাজগঞ্জ পৌরসভাকে নারী ও শিশু বান্ধব করে গড়ে তুলতে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন।
নসিটিএফ সিরাজগঞ্জের সভাপতি মো: আসাদুজ্জামন নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, শিশু গবেষক মেয়ে কাজল খাতুন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সদস্য পিয়াস হাসান ও জেলা ভলেন্টিয়ার রোকন উদ্দিন ও অনন্দি খাতুন প্রমুখ।