টাঙ্গাইলে বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হলো ভারতীয় স্কুলছাত্র


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ২৭/১০/২০২২, ৯:৩৪ PM
টাঙ্গাইলে বেড়াতে এসে পানিতে ডুবে লাশ হলো ভারতীয় স্কুলছাত্র

টাঙ্গাইলের উপ-শহর খ্যাত কালিহাতি উপজেলাধীন এলেঙ্গা পৌরসভার পুংলি নদীর পৌলি ঘোষপাড়া শ্মশান ঘাটে ভারতীয়  স্কুল পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকালে গোসল করতে নেমে স্কুলছাত্র দীপ্ত ঘোষের(১৪) মর্মান্তিক মৃত্যু হয়।

জানা যায়,নিহত স্কুলছাত্র দীপ্ত ঘোষ ভারতের জলপাইগুড়ি জেলার ফাটাকাটা গ্রামের প্রকাশ ঘোষের একমাত্র ছেলে এবং সেখানকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। দীপ্ত ঘোষ মায়ের সাথে বৃহস্পতিবার ভোরে পৌলি গ্রামে নানা যতীন চন্দ্র ঘোষের বাড়িতে নানির শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, দীপ্ত ঘোষের জন্মের পর নানা বাড়ি আসা হয়নি। সম্প্রতি তার নানি পরলোকগমণ করলে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে মায়ের সাথে পৌলি ঘোষ পাড়ায় আসে। এসেই সমবয়সী ছেলেদের সাথে পৌলি নদীতে গোসলে নামে।

দীপ্ত ঘোষ গোসলের এক পর্যায়ে বাংলা ড্রেজার দিয়ে নদীতে মাটি কাটার গর্তে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডবুরি দল ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট উদ্ধার তৎপরতা চালিয়ে দীপ্তকে উদ্ধার করে। স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দীপ্তকে উদ্ধার করেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।