বিদেশের মাটিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের তরুণরা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ৬:২৭ PM
বিদেশের মাটিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের তরুণরা

ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইনভেনশন প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের তরূণ উদ্ভবকদের দল ’টিম অ্যাটলাস’। ১লা নভেম্বর শুরু হয়ে ৫দিনব্যপী ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জার্তিক বিজ্ঞান ও উদ্ভাবন মেলা-২০২২ এর ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে সায়েন্স অ্যান্ড ইনভেনশন প্রতিযোগিতায় এই স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশের এই তরুণরা। পৃথিবীর বিভিন্ন দেশের মোট ৬১৪টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এর মধ্যে কৃষি প্রযুক্তিতে দুর্দান্ত রোবটিক সমাধান দেখিয়ে এই সম্মাননা জয় করেছে টিম ’অ্যাটলাস’। প্রতিযোগিতায় উদ্ভাবনী প্রযুক্তি ক্যাটাগরিতে প্রোজেক্ট “ফ্রেমো- এ ফার্মিং রোবট” দিয়ে বিশ্বের বুকে আবারো লাল-সবুজের পতাকাকে গর্বিত করলো প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের এই তরুণরা।

স্বর্ণ পদকজয়ী এই দলের সদস্যরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানি জুবায়ের, জান্নাতুল ফেরদৌস ফাবিন ও মীর তানজিদ আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মীর সাজিদ হাসান ও মাহতাব নেওয়াজ, বুয়েটের শিক্ষার্থী খন্দকার মারুফ বিন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার, বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী মোঃ তানজির আরাফাত ।

উল্লেখ্য, গত কয়েকবছওে রোবটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে ‘টিম অ্যাটলাস’। দলটি এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে যোগ দেয়। গত বছরের নভেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপে রোবো রেস সেগমেন্টে ১৩তম স্থান অর্জন করেছিলো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী টিম অ্যাটলাস। এর আগে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথম স্থান, মেক্সেলারেশন প্রতিযোগিতায় প্রথম স্থান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত টেকনিভ্যাল ২০১৮-তে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রোবটিক ফেস্টিভাল ২০১৭-তে চ্যাম্পিয়ন হয় দলটি। দেশের মধ্যে এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পুরস্কার পাওয়ার সুবাদে বিশ্ব পরিসরেও পরিচিতি লাভ করেছে টিম অ্যাটলাস।