সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ২৩/০৪/২০২১, ৫:২৭ PM
সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শিশু বার্তা দপ্তর, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে 
পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নিজ বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজন ৫ বছরের ছেলে ও একজন ৪ বছরের মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু দুটি হলেন পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের মো. সেলিম হোসেনের ছেলে হামজেলা (৫) ও আব্দুল হাশেমের মেয়ে আয়েশা মনি (৪)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে ডুবে মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।#