শিশু বার্তা প্রতিনিধি,বাগেরহাট: রাফিদ নামের একটি শিশু মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০ টায় নাগেরবাজার বাগেরহাটের নাগেরবাজার এলাকায় আসলে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া শিশুটি জানায় তার বাসা ঢাকায় এবং নানা বাড়ির ঠিকানা বাগেরহাটের নওয়াপাড়া এলাকায়।
পরে শিশুটির হারানো খবর জানতে পেরে ন্যাশনাল চিলড্রেন টাস্ক’স ফোর্সের বাগেরহাট জেলার সদস্য এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন, সাংবাদিক সোহাগ হাওলাদার, জেলা শিশু বিষয় কর্মকতার সহযোগিতায় থানা ফোন করে শিশুটিকে পুলিশলর হাতে হসান্তর করে।
শিশুটির দেয়া তথ্য অনুযায়ী সাংবাদিক সোহাগ ও কাউন্সিলর দোলন মোল্লা এলাকার চেয়ারম্যান কে বললে সে ঠিকানা অনুযায়ী না পাওয়ায় পরে শিশুটিকে পুলিশের কাছে পাঠিয়ে দেন তারা নিয়ে যায়।
ন্যাশনাল চিলড্রেন টাস্ক’স ফোর্সের বাগেরহাট জেলা সদস্য এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ বলেন ” জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্ক’স ফোর্স ( এনসিটিএফ ) শিশুদের নিয়ে কাজ করে, আমার এলাকায় শিশু হারিয়ে যাওয়ার ঘঠনা শুনে গঠনা স্থলে যাই,এবং কাউন্সিলর দোলন মোল্লা ও সাংবাদিক সোহাগ হাওলাদার সহযোগিতায় পুলিশের কাছে পেীছে দেই”।
আপনার মতামত লিখুন :