সুনামগঞ্জে আশ্রয় কেন্দ্রের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
Admin
প্রকাশের সময় : ০১/০৭/২০২২, ১১:৪০ AM
মো: রাকিব হাসান হৃদয়, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আশ্রয় কেন্দ্রের তৃতীয়তলা ছাদ থেকে পড়ে জবিরুল ইসলাম নামের ১৫ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর গ্রামের উকিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বন্যায় নিজের বাড়িঘর তলিয়ে যাওয়ায় জগন্নাথপুর গ্রামের এক প্রবাসীর তৃতীয়তলা বাড়িতে আশ্রয় নেন উকিল মিয়ার পরিবার। এর মধ্যে ( ২৯ জুন ) বুধবার সকালে তৃতীয়তলা ছাদ থেকে নিচে পড়ে যান জবিরুল ইসলাম।
এ সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমার্জেন্সি বিভাগের ডা. মোবারক হোসেন রনি তা নিশ্চিত করেছেন।
তবে স্থানীয় পৌর কাউন্সিলর শফিকুল হক জানান, ছাদে চেয়ারে বসেছিল জবিরুল। চেয়ারের একটি পায়া না থাকায় সে অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
Post Views:
120
আপনার মতামত লিখুন :