শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাসচাপায় শাহরিয়ার হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূঞাগাঁতী-তাড়াশ আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে ওয়াশিন কওমি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
মথুরাপুর গ্রামের শিক্ষক আব্দুল আলীম জানান, দুপুরে শাহরিয়ার বাইসাইকেলে করে তাড়াশ বাজারে যাচ্ছিল। পথে ধাপের ব্রিজের কাছে এলে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
আপনার মতামত লিখুন :