করোনা ঝুঁকিতেও শিশুদের বিদ্যালয়ে ডেকে নিয়ে চলছে পাঠদান
Admin
প্রকাশের সময় : ১০/০৯/২০২০, ৫:৩৮ PM
বগুড়া অফিস:
করোনা ভাইরাসের কারণে সারাদেশে সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ও শিক্ষার্থীদের উপবৃত্তি। সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের ক্লাস রুমে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছেই। এতে হতবাক হয়ে পড়েছে সচেতন মহল।
৯ সেপ্টেম্বর বুধবার বেলা ২টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন ঘটনা দেখা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা খাতুন পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের গণিত বিষয়ের ক্লাস নিচ্ছেন।
বিদ্যালয় কক্ষে শিক্ষার্থীদের ক্লাস করানো বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুধু পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সাজেশন দেবার জন্য তাদের ডেকে আনা হয়েছে। অন্যদিকে সপ্তাহে একদিন এই শিক্ষক ক্লাস নেন বলে একাধিক শিক্ষার্থীরা অভিযোগ করেছে।
এ ব্যাপারে শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান, এসময় ক্লাস নেয়া যাবে না। তবে ৫ জন করে ডেকে এনে পড়া দেখে দিতে পারেন। এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ বলেন, বিষয়টি অবগত হয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Post Views:
89
আপনার মতামত লিখুন :