জীবন ঝু্ঁকিতে চলছে শিশুদের পাঠদান


Admin প্রকাশের সময় : ০৭/০৬/২০২০, ৮:১৬ PM
জীবন ঝু্ঁকিতে চলছে শিশুদের পাঠদান

মো. রিফাত খান,স্টাফ রিপোর্টার:
করোনা পরিস্থিতিতে সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিয়মিত ক্লাস পরিচালনা করে আসছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুরে “অন্যরকম বিদ্যানিকেতন” নামের এক স্কুল মূল গেটে তালা ঝুলিয়ে ভেতরে চলছে কোচিং বাণিজ্য রবিবার (৭ জুন) এক গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টির সামনে গিয়ে পাঠদান চালানোর কোন আলামত পাওয়া না গেলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ভিতর থেকে বেড়িয়ে আসা এক ছেলেকে এ বিষয়ে প্রশ্ন করলে সে জানায়, ভিতরে ক্লাস হচ্ছে

ভেতরে ঢুকতেইই দেখা যায় গোপনে পাঠদান করছেন বিদ্যালয়ের পরিচালক ইয়াছিন আলী, তার স্ত্রী আফরিন ও আশরাফ নামের একজন সহকারী শিক্ষকসংবাদসংগ্রহকালে শিক্ষক-শিক্ষার্থী কারো মুখে মাস্ক দেখা যায়নি সামাজিক দুরত্ব না মেনে এসময় প্রতিটি শ্রেণীকক্ষে পঞ্চাশঅধিক শিক্ষার্থীকে গাঁদাগাঁদি করে বসিয়ে পাঠদান করা হচ্ছিল

নাম প্রকাশে অনিশ্ছুক এক ব্যক্তি বলেছেন, “স্কুল কতৃপক্ষ ছাত্রদের বই নিয়ে যেতে না করছে ছাত্ররা বই স্কুলেই রেখে যায় প্রথম থেকেই ওই স্কুলটি গোপনে ক্লাস চালিয়ে আসছে বলেও জানান তিনি
জানা গেছে, ব্যক্তিমালিকাকাধীন এই প্রতিষ্ঠানটির পরিচালক শিক্ষার্থীদের বিগত মাস গুলোর বেতন পরিশোধের জন্যে জোর তাগাদা দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে

আশরাফ নামের এক সহকারী শিক্ষক বলেন, “স্কুল বন্ধ রেখে কি লাভ? প্রশাসন আমাদের কিছুই করতে পারবে না সর্বোচ্চ কিছু টাকা খেয়ে যাবে
বিদ্যালয়ের পরিচালক ইয়াছিন আলী বলেন, “হাট -বাজার, দোকান-মার্কেট সবকিছুই ঠিকমত চলতেছে আমাদের বিদ্যালয় খোলা থাকলে অসুবিধা কি? তিনি একজন অসচেতন ব্যাক্তির মত বলেন, আর আমাদের এলাকায়তো কোন করোনা রোগি নেই শিক্ষার্থীরা এখানে আসলে কেন আক্রান্ত হবে” 
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন, “অন্যরকম বিদ্যানিকেতনের ব্যাপারে আগেও তথ্য পেয়েছিলাম তখন তারা বেলেছে জেএসসি ফরম পূরণের জন্য ছাত্ররা এসেছিল যদি এমন পরিস্থিতিতেও তারা ক্লাস চালায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে