টাংগাইলে লৌহজং নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
Admin
প্রকাশের সময় : ০৭/০৫/২০২০, ১২:৩০ AM
শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশুবার্তা প্রতিনিধি, টাংগাইলঃ
টাঙ্গাইল সদরের কাগমারা লৌহজং নদীর পূর্ব পাশ থেকে থেকে 05মে বেলা ৫.৪৫ মিনিটে নিখোঁজের ৬ দিন পর মাহমুদুল হাসান কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের শিক্ষার্থী আশিকের লাশ উদ্ধার করে টাংগাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আশিক(১৭) কাগমারা স্থানীয় বাসিন্দা মো: রাশেদুল হাসানের(পুলিশ সদস্য) ছেলে।তিনি পুলিশের ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত।
জানায় যায়, কয়েক মাস আগে থেকে প্রতিবেশি এক মেয়ের সাথে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আশিক ওই মেয়ের সাথে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে বলেন এবং তারই পরিপেক্ষিতে গত ৩০ এপ্রিল আশিক রাত ৮ টার দিকে উপহার দেয়া মোবাইল আনতে যায়।
তারপর থেকে ছেলেটির ফোন বন্ধ পাওয়া যায়।তারপর আর বাড়িতে ফিরে আসেনি আশিক। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নিখোঁজ আশিকের লাশ বাড়ির পাশে লৌহজং নদী থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Post Views:
79
আপনার মতামত লিখুন :