করোনা ঝুকিতেও বগুড়ার শেরপুরে শিশুদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ডক্টোরিয়াল হেলথ সার্ভিস লিমিটেড
Admin
প্রকাশের সময় : ০৪/০৫/২০২০, ৩:০৩ PM
স্টাফ রিপোর্টার:
করোনার প্রভাবে শিশুদের ঘরের বাইরে বের করতেও ভীতিকর পরিস্থিতির সম্মুখিন হচ্ছে অভিভাবকরা।এমন দুর্যোগময় পরিস্থিতিতে ডক্টোরিয়াল হেলথ সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাবেদ ইকবাল বাবু শিশুরোগ চিকিৎসা সেবায় নিয়মিত রোগি দেখছেন। শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে ও সেই সাথে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সহযোগিতা দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বগুড়া শেরপুরে ডক্টোরিয়াল হেলথ সার্ভিসেস লিমিটেড (সাবেক নাফিসা চাইল্ড কেয়ার হোম)। প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ও অ্যপস ভিত্তিক প্রয়োজনে রোগীর বাসায় গিয়েও সেবা প্রদান করে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের বিকাল বাজার ফার্নিচার পট্রিতে অবস্থিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাবেদ ইকবাল বাবু।
জানাগেছে, বগুড়া শেরপুর সহ সারাবিশ্ব নভেল করোনাভাইরাসের(কোভিড-১৯)ভয়াল ছোবল থেকে মানুষকে বাঁচাতে যেন সুপারম্যানের মতন লড়াই করে যাচ্ছেন ডাক্তাররা। সঙ্গে থাকছে নার্স/সেবক ও চিকিৎসা কর্মীরাও। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে ডাক্তাররা একের পর এক আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। যখন অদৃশ্য ভাইরাস এর বিরুদ্ধে লড়ছে সারা বিশ্বের মানুষ, তখন নবজাতক ও শিশুরোগ চিকিৎসক জাবেদ ইকবাল বাবুর মত যোদ্ধারা জীবনের ঝুকি নিয়ে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছেন।
বগুড়া শেরপুরের জনসাধারন করোনা প্রাদুর্ভাবে মুখ থুবড়ে পড়েছে ,কর্মহীন হয়ে পড়েছে অধিকাংশ মানুষ।করোনার ভয়াল থাবায় বিপর্যস্থ সমগ্র পৃথিবী। বর্তমান সময়ে শিশুরা সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। সময়মত হাতের কাছে ডাক্তার না পাওয়ায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। করোনার প্রভাবে শিশুদের ঘরের বাইরে বের করতেও ভীতিকর পরিস্থিতির সম্মুখিন হচ্ছে অভিভাবকরা। এমন দুর্যোগময় পরিস্থিতিতে ডক্টোরিয়াল হেলথ সার্ভিসেস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জাবেদ ইকবাল বাবু শিশুরোগ চিকিৎসা সেবায় নিয়মিত রোগি দেখছেন।
শিশু পুত্র সন্তানের চিকিৎসাসেবা নিতে আসা ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান বলেন, ‘আমার বাচ্চার অসুস্থতার জন্য আমি বাইরে নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম। পরে আমি ডাক্তার জাবেদ ইকবাল বাবু মোবাইল ফোনে যোগাযোগ করে সেবা নিয়েছি। কোন বিড়ম্বনা বা হয়রানীর স্বিকার হতে হয়নি। অত্যন্ত গুরুত্ব সহকারে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেছেন। জনগণকে সেবা দিতে তিনি যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। এ ভাবে অনেকেই ঘরোয়া পরিবেশে চিকিৎসা নিচ্ছেন।
ডাক্তার জাবেদ ইকবাল বাবু বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই আমার কাজ, আমি চাইলে নিজে ঘরে বন্দি থাকতে পারতাম, তবুও প্রতিনিয়ত বের হচ্ছি, রোগি দেখছি। শিশুরা সুস্থ থাকলেই আমি সুস্থ থাকি।করোনা আজ পুরো বিশ্বের এক আতংকের নাম। সবার সহযোগিতা প্রয়োজন। কেউ বিনা কারনে ঘর থেকে বের হবেন না। ঘরে থাকুন এবং সচেতনতার সাথে থাকুন। আশা করি শীঘ্রই আমরা এই সংকট কাটিয়ে উঠবো।
শিশু স্বাস্থ্য সেবার প্রয়োজনে আমাকে সার্বক্ষনিক ফোন করে পরামর্শ নিতে পারবেন অথবা বিশেষ প্রয়োজনে কর্মস্থলে এসে রোগি সেবা নিন।
এ বিষয়ে ডক্টোরিয়াল হেলথ সার্ভিসেস লিমিটেড এর আর এমও ডা: আসহাব উদ্দিন আল রাইয়ান বলেন-শিশু রোগ ,মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠিানটি মোবাইল এপস এর মাধ্যমে বাসায় গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা সহকারী সকল কাজ করে থাকে। এছাড়াও সকল ধরনের ফিজিও থেরাপির প্রদান করা হচ্ছে এ প্রতিষ্ঠান থেকেই।
Post Views:
92
আপনার মতামত লিখুন :