মেহেরপুরে সাগু গলায় বেঁধে ৮মাসের শিশুর মৃত্যু
Admin
প্রকাশের সময় : ১৩/০৩/২০২০, ৯:২৮ AM
এস.এম মেহরাব হোসেন, মেহেরপুর:
সাগু খাওয়ানোর সময় গলায় সাবু বেঁধে লামিসা নামের ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। লামিসা মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের পলাশ বিশ্বাসের কন্যা।
গত ১২মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় লামিসার মা প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে তাকে সাগু খাওয়াচ্ছিল। এ সময় তার গলায় সাগু বেঁধে যায়।
এ সময় দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পলাশ বিশ্বাস এর একমাত্র কন্যা শিশুর আকস্মিক মৃত্যুতে হিজুলী গ্রামে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ আসর তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
Post Views:
111
আপনার মতামত লিখুন :