মিরসরাইয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ১৭/০৯/২০১৯, ৮:১৬ PM
মিরসরাইয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত


সৈয়দ আবুল হাসনাত জিসান,শিশু বার্তা প্রতিনিধি,(চট্টগ্রাম)মিরসরাই

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ১৬ সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল ৩টায় মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এসময় খৈয়াছড়া ইউনিয়ন ১-০ গোলে হিঙ্গুলী ইউনিয়ন কে হারিয়ে জয় লাভ করে।

এসময় উক্ত খেলায় উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি,মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন,মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন,ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান,১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ ইকবাল সহ প্রমুখ।

এমময় সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী বলেএই খেলা হার জিতের খেলা,খুব সুন্দর খেলে খৈয়াছড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে এবং ২নং হিঙ্গুলী ইউনিয়ন ও ভালো খেলে হেরেছে। তিনি আরো বলেন, বৃষ্টিতে এইবার খেলতে সমস্যা হলেও সামনে হবে না। মিরসরাই স্টোডিয়ামকে খুব শীঘ্র নতুন রুপে দেখতে পারবে মিরসরাইবাসী।