ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে ১০ মাসের শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৬/০৮/২০১৯, ২:৪৯ PM
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে ১০ মাসের শিশুর মৃত্যু

 মোঃ মাহিন সরকার, শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় গত ৩ আগস্ট শনিবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে খালের পানিতে ডুবে ইমরান নামে এক ১০ মাসের শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইমরান হরিপুর উপজেলার ২নং আমগাও ইউনিয়নের ভেটনা গ্রামের উনসাহাকের ছেলে।

নিহত শিশুর বাবা উনসাহাক জানান, ৩ আগস্ট শনিবার দুপুরে আমার স্ত্রী ছেলে ইমরানকে আঙিনায় খেলা করতে বসিয়ে বাড়ির কাজ করছিল।হঠ্যাৎ করে দেখে ইমরান আঙিনায় নেই।এসময় ইমরানকে খোজাখুজি শুরু করলে আনুমানিক দুপুর সাড়ে ১২ দিকে আঙিনার পাশে টিউবওয়েলের খালে ভাসমান অবস্থায় ইমরানের মরদেহ দেখতে পাওয়া যায়।

২নং আমগাও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার জানান, আঙিনায় খেলা করার সময় টিউবওয়েলের খালে পড়ে শিশু ইমরান মারা যায়। পরে ইমরানের মরদেহ তার পরিবারের সদস্যরা টিউবওয়েলের খাল থেকে উদ্ধার করে।