সিরাজগঞ্জের ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা


Admin প্রকাশের সময় : ১১/০৭/২০১৯, ১০:১২ PM
সিরাজগঞ্জের ৫ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা

সাকলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে ।সোমবার সন্ধ্যায় উপজেলার বাঁখুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সোমবার রাতেই মেয়েটির বাবা থানায় একটি মামলা করেন।উক্ত মামলায় অভিযোগ করেন,তার প্রতিবেশী সোরহাব আলীর বখাটে ছেলে সোহাগ (১৫) তার মেয়েকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।এসময় মেয়েটি চিৎকার করলে লোকজন এগিয়ে এলে বখাটে সোহাগ পালিয়ে যায়।

থানার উপ-পরির্দশক জানান,ধর্ষনের চেষ্টার শিকার ওই মেয়েটির ডাক্তারি পরিক্ষা করানোর ব্যবস্থা চলছে এবং বখাটে সোহাগকে গ্রেফতারের চেষ্টা চলছে।