সিরাজগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেল পঞ্চম শ্রেনীর ছাত্রী


Admin প্রকাশের সময় : ০৩/০৩/২০১৯, ৫:১১ PM
সিরাজগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে মুক্তি পেল পঞ্চম শ্রেনীর ছাত্রী

কলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইয়নিয়নের বৈদ্যধলডোব পশ্চিম পাড়া এলাকায় একটি বাল্যবিয়ে বন্ধ করলেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআনিসুর রহমান। কনে রায়গঞ্জের হামিন দামিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্রী।

শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কনে বাড়িতে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।তখন কনের বাড়ীতে কনে বৈদ্যধলডোব পশ্চিম পাড় এলাকার আব্দুল করিমের মেয়ে সাদিয়া সুলতানা (১২)এর সাথে বর সদর উপজেলার ভেওয়ামাড়া গ্রামের শাহজাহান আলীর পুত্র মোঃ মজনু মিয়া(১৮) এর বিয়ের আয়োজন চলছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী ও বরপক্ষ পালিয়ে যায় এবং কনে ও কনের বাবা আত্মগোপন করে।পরে অনেক খোঁজাখুজি করে তাদের পাওয়া যায়।বর ও কনে দুজনই অপ্রাপ্তবয়স্ক।এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা করিমকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।পরে কনের বাবার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা