টাংগাইলে উর্বি নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


Admin প্রকাশের সময় : ১৮/০২/২০১৯, ১২:৫৫ AM
টাংগাইলে উর্বি নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলে উর্বি নামের এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্য করেছে। টাঙ্গাইলে মহাশ্বেতা সাহা উর্বি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

উর্বি (১৬) টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। আজ রোববার (১৭ ফেব্রুয়ারী) সকালে তাদের নিজ বাসা শহরের আকুর টাকুর পাড়ায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার মনিরা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটির গলায় ফাঁসির দাগ রয়েছে।

উর্বি সিরাজগঞ্জের ভেটেরিনারি সার্জন ডা. প্রভাত চন্দ্র সাহা ও টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের কাবেরী সাহার বড় মেয়ে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল থানার পরিদর্শক(ওসি) সায়েদুর রহমান জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।