বাল্য বিবাহ আয়োজনের অপরাধে কনের পরিবারকে অর্থদণ্ড
Admin
প্রকাশের সময় : ১০/০২/২০১৯, ১:০৭ AM
বাল্য বিবাহ আয়োজনের অপরাধে কনের পরিবারকে অর্থদণ্ড
সাকলাইন শিহাব,শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ :
বাল্য বিয়ে আয়োজনের অপরাধে সিরাজগঞ্জের তাড়াশে কনের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।ঘটনাটি ঘটেছে ০৭ ফেব্রুয়ারি ১৮ বৃহস্পতিবার সন্ধায় তাড়াশ উপজেলার কানঞ্চেশ্বর গ্রামে।বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান।
তাড়াশ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের জীবন সরকারের মেয়ে ও মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী লিমা (১৪)র বিয়ের দিন র্ধায ছিল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাড়াশ থানার এস আই মোঃ মানিক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ির সকল পালিয়ে যায়।এসময় বাল্য বিয়ে আয়োজনের অপরাধে কনের মা শেফালী বেগম কে আটক করে ইউএনও অফিসে নিয়ে আসেন।সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের মায়ের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Post Views:
102
আপনার মতামত লিখুন :