“ভিন্নদৃষ্টি’র পাঠশালা” পথচলার এক বছর পূর্ন


Admin প্রকাশের সময় : ০৬/০২/২০১৯, ১:৩৪ AM
“ভিন্নদৃষ্টি’র পাঠশালা” পথচলার এক বছর পূর্ন

ডেস্ক রিপোর্টঃ

“ভিন্নদৃষ্টি’র পাঠশালা” অধিকারবঞ্চিতদের বিনামূল্যে পাঠদান কর্মসূচি। এই পাঠশালার এক বছর পূর্ন হলো। গত ৩ ফেব্রুয়ারি ২০১৮ সালে মাত্র ২০ টি সুবিধাবঞ্চিত  শিক্ষার্থী নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্ন দৃষ্টি এর উদ্যোগে বগুড়া শহরের চেলোপাড়া রেলওয়ে বস্তি সংলগ্ন শিশু পার্কে শুরু হয়েছিল  এই পাঠশালা।

স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় ঠিক এক বছরের মাথায়  বর্তমানে পাঠশালার শিক্ষার্থী সংখ্যা ৬৪ জন। একই সাথে  শিশু শিক্ষার পাশাপাশি বয়স্কশিক্ষা সেবা দিয়ে যাচ্ছে ভিন্ন দৃষ্টি’র স্বেচ্ছাসেবীরা। শুধু শিক্ষায় না, শিক্ষার পাশাপাশি তাদের যাবতীয় সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে ভিন্ন দৃষ্টি।

ভিন্নদৃষ্টি’র পাঠশালা এর ১ম বর্ষ পূর্তি উপলক্ষে গতকাল ৩ ফেব্রুয়ারি ২০১৯ পাঠশালাতে একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে কেক কেটে দিনটি উৎযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাহীন আলম, সাধারন সম্পাদক সোহান রহমান, সাংগঠনিক সম্পাদক আল মামুন সহ সকল স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষী।

উল্লেখ,  ভিন্ন দৃষ্টি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।  গত ৩ বছর যাবত তারা সুবিধাবঞ্চিতদের নিয়ে নানা ধরনের কাজ করে আসছে।