সিরাজগঞ্জ বাল্যবিবাহ বন্ধ করল সহকারি কমিশনার (ভূমি)
Admin
প্রকাশের সময় : ২৯/০১/২০১৯, ২:৪৪ AM
সাকলাইন শিহাব, শিশু বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদরের চক-কোবদাস পাড়া এলাকার নবম শ্রেনীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন সিরাজগঞ্জ সদরের সহকারি কমিশনের (ভূমি) জনাব মোঃ আনিসুর রহমান।
২৭ জানুয়ারি রবিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের কোবদাস পাড়া এলাকায় সংগীয় পুলিশ ফোর্স নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন সিরাজগঞ্জ সদরের সহকারি কমিশনের (ভূমি) জনাব মোঃ আনিসুর রহমান।
তখন কনের বাড়ীতে গোপনে কোবদাস পাড়া এলাকার দুলাল হোসেনের মেয়ে রাফিয়া খাতুন বিথী(১৪) এর সাথে বর পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপাল বাজার গ্রামের আবুল কালামের পুত্র রেজোয়ান আহমেদ(১৮) এর বিয়ের আয়োজন চলছিল।বর ও কনে দুজনই ছিল অপ্রাপ্তবয়স্ক।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ পলায়ন করে।পরে কনের বাবা ও মার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়ার পর্যন্ত বিবাহ দিবে না বলে মুচলেক নেয়া হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের উপ পরিদর্শক জনাব মোঃ আনিছুর রহমান, পৌর ভূমি অফিসের সহকারী কর্মকতা জনাব মোঃ নজরুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।
Post Views:
78
আপনার মতামত লিখুন :