বিএনসিপি টাংগাইল প্রদেশের আয়োজনে কেন্দ্রীয় বিএনসিপির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Admin প্রকাশের সময় : ১২/১২/২০১৮, ১১:০৯ PM
বিএনসিপি টাংগাইল প্রদেশের আয়োজনে কেন্দ্রীয় বিএনসিপির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন
শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশুবার্তা প্রতিনিধিঃ
 
বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) এর  ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনসিপি টাংগাইল প্রদেশের আয়োজনে টাংগাইল ভাসানী হল মিলনায়তনে কেন্দ্রীয় বিএনসিপির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিপি টাংগাইল প্রদেশের প্রেসিডেন্ট শেখ তারিকুল ইসলাম মানিক এবং সঞ্চালনা করেন বিএনসিপির মূখ্যমন্ত্রী শেখ মাজহারুল ইসলাম সোহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিপি টাংগাইল এর উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সিটিজেন জার্নালিস্ট গ্রুপ এর প্রতিষ্ঠাতা জনাব সাজ্জাদ খশনোবীস এবং মিন্টু খান।
অনুষ্ঠানে বিএনসিপি সম্পর্কে  বক্তব্য রাখেন বিএনসিপির উপ-মূখ্যমন্ত্রী সাব্বির আহমেদ,উপ কমিটির স্পিকার জহুরুল ইসলাম মিরাজ, ত্রাণ মন্ত্রী সাব্বির হোসেন,সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী সুমন মিয়া প্রমুখ। এছাড়া শিশু সাংসদ এবং উপসাংসদরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।