নাজমুল হাসান অনিক, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাত্র ১৪ বছর বয়সী একটি শিশু হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। রেল লাইনের পাশেই গান শোনা অবস্থায় ট্রেন আসার আওয়াজ না পাওয়ায় ট্রেনে কাটা পরে। শিশুটির নাম ইমরান। এ বছর জেএসএসি পরিক্ষা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের পাশে ঈশ্বরদী-ঢাকা রেলপথে। নিহত শিশুটি উপজেলার বজ্রাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার বাবা বিদেশে চাকরী করেন। নিহত শিশুটি উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে এবছর জেএসএসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয়দের তথ্যমতে জানা যায়, ইমরান হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলো। পিছন দিক থেকে ঢাকাগামী একটি ট্রেন এসে মেরে দেয় ইমরানকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশি হস্তক্ষেপের ভয়ে শিশুটির লাশ পুলিশককে না জানিয়েই ঘটনাস্থল থেকে নিয়ে কবরাস্থানে দাফন করা হয়।
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম জানান, ইমরান ভাল ছাত্র ছিল। এ বছর তার স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আপনার মতামত লিখুন :