নাজমুল হাসান অনিক(১৫), শিশুবার্তা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় ১১ মাস বয়সী একটি শিশুকে হত্যর অভিযোগে একই এলাকার প্রতিবেশি মোবারক আলী ও তার পুত্র জাহাঙ্গীর আলীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে জেলার সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মা রোকেয়া খাতুনের অভিযোগ, ছাগলকে ঘাস খাওয়ানো কে কেন্দ্র করে তার সাথে জাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি হয়। তার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। সে সময়ে জাহাঙ্গীর কোলে থাকা ১১ মাস বয়সী আমিনার পিঠে থাপ্পর মারে। শিশুটি অসুস্থ হয়ে যায়। ঘটনাটি ঘটে ছয়দিন (২৪ নভেম্বর) আগে। সাতদিনের দিন (৩০ নভেম্বর) শিশুটি মারা যায়।
সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোকারম হোসেন বলেন,সবকিছু জেনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর ও তার বাবা মোবারক আলীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটির মৃত্যুর হারণ জানার জন্য লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানা গেলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :