চূড়ান্ত পর্বে জামালপুর ক্রিকেট একাডেমী ইয়াং টাইগারস


Admin প্রকাশের সময় : ০১/১২/২০১৮, ১২:৪২ PM
চূড়ান্ত  পর্বে জামালপুর ক্রিকেট একাডেমী ইয়াং টাইগারস

মোঃ মাহফুজুল হক(১৫),জামালপুর প্রতিনিধিঃ
 জামালপুর ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগে শুক্রবার (৩০ নভেম্বর২০১৮) জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ও সরিষাবাড়ী ক্রিকেট একাডেমি দলের ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ৬৩ রানে সরিষাবাড়ী ক্রিকেট একাডেমি দলকে হারিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছে যায়। চূড়ান্ত পর্বে তারা জামালপুর ক্রিকেট একাডেমি দলের বিরুদ্ধে লড়বে।
জামালপুর জিলা স্কুল মাঠে ম্যাচে টস জিতে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দলের অধিনায়ক আব্দুল মমিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় । জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে সরিষাবাড়ী ক্রিকেট একাডেমি দল ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রানেই ইনিংস শেষ করে।
ফলে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ৬৩ রানে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ী দলের মেহেদী।ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন শুভ ও অন্তর।