সিরাজগঞ্জের কাজীপুরে বাল্যবিবাহ’র হাত থেকে রক্ষা পেল ৫মশ্রেনীর ছাত্রী
Admin
প্রকাশের সময় : ২৩/১১/২০১৮, ১২:৫৭ AM
শিশুবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের ৯ নং ওয়ার্ডের আলম হোসেন তার মেয়েকে উপজেলার আলমপুর গ্রামের সুমন হোসেনের সাথে বিয়ে দেবার সব আয়োজন সম্পন্ন করেন।
গত ২১ ননভেম্বর বুধবার রাতে সোনামুখী ইউনিয়নের আলম হোসেন তার মেয়েকে উপজেলার আলমপুর গ্রামের সুমন হোসেনের সাথে বিয়ে দেবার সব আয়োজন সম্পন্ন করেন। বর পক্ষকে আপ্যায়নের জন্য শুরু হয় রান্না বান্নাও। বরও চলে আসে।
প্রশাসনের কাছে খবর পৌছলে, সংবাদ পেয়ে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী ও কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান ওই বাড়িতে যান
এসময় তারা বাল্য বিয়ে বন্ধ করে
দেন।
এবং সেই সাথে ১৮ বছরের পূর্বে বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর পিতার নিকট থেকে লিখিত মুচলেকা নেন।
বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পায় পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েটি।
Post Views:
90
আপনার মতামত লিখুন :